July 31, 2025, 12:07 am

অগ্নি দূর্ঘটনার বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ দিলেন উত্তরা ফায়ার সার্ভিস

Reporter Name 201 View
Update : Sunday, March 3, 2019

রাসেল খান,
অগ্নি প্রতিরোধ,নির্বাপন,ভুমিকম্প ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রধান করেন উত্তরা ফায়ার সার্ভিস।
রবিবার সকালে রাজধানী উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত উত্তরা ফায়ার সার্ভিস প্রাঙ্গণে ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের এ প্রশিক্ষণ ও পরামর্শ প্রধান করেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান,যে কোন অগ্নি দুর্ঘটনায় নিজেরা যাতে প্রাথমিক অবস্থায় মোকাবেলা করতে পারে এবং যথাসময়ে ফায়ার সার্ভিস কে সংবাদ দিতে পারে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর