August 21, 2025, 6:56 pm

ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্বয় উন্নতির দিকে: হানিফ

Reporter Name 194 View
Update : Monday, March 4, 2019

ডেস্ক রিপোর্ট | সোমবার,৪ মার্চ ২০১৯:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্বয় উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (৪ মার্চ) বিএসএমএমইউ-এর চিকিৎসকদের সঙ্গে আলাপ করে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের একথা জানান।

তিনি আরও জানান, সর্বোচ্চ চিকিৎসা সেবা এখানে দেয়া হচ্ছে। এখানের সকল বিশেষজ্ঞ ডাক্তাররা মিলে চেষ্টা করছেন। রোগী দ্রুত উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে।

হানিফ বলেন, মেডিকেল বোর্ডের সভা শেষে বিএসএমএমইউ-উপাচার্য কনক কান্তি বড়ুয়া বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। তাকে বিদেশে নেয়া হবে কি হবে না বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বসে আলাপ করে জানাবেন। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠিও আসবেন, উনাদের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেয়া হবে। মেডিকেল বোর্ড বসেই সবকিছু সিদ্ধান্ত নিবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর