প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজেস্ব প্রতিবেদক,
আমি হাজ্বী মোঃ মনির হোসেন,সাং নলভোগ তুরাগ ঢাকা, আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই যে,গত ১৬ ই মার্চ ২০১৯ ইং তারিখে আপনার বহুল প্রকাশিত অনলাইন পত্রিকা ঢকা২৪ডটনেট এ ‘তুরাগে স্থাপনা নির্মাণকালে চাঁদাদাবি ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ শিগগিরইর প্রতিবেদন দিবেন আদালতে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ নয় বলে আমি মনে করি। আমি পেশায় একজন ব্যবসায়ী ও আওয়ামী রাজনিতির সাথে সম্পৃক্ত। এলাকায়, ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনিতিবিধ হিসেবে আমার বেপক সুনাম রয়েছে। আপনার পত্রিকায় সংবাদটি প্রকাশ হওয়ার পর আমার আত্ম সম্মানে বেপক আঘাত হেনেছে। সংবাদ প্রকাশের পূর্বে আপনার কোন রিপোর্টার বা প্রতিনিধি আমার সাথে সরাসিরি অথবা মোবাইল ফোনেও যোগাযোগ করেনি। আমার বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ করায় আমার পারিবারিক,সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যপক সম্মান ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। একটি কুচক্রি মহলের যোগ সাজেসে আমার পারিবারিক শান্তি ও সামাজিক সম্মান বিনষ্ট করতে তারা আপনাদের সহযোগীতা নিয়ে এই কাজ করিয়াছে বলে আমি ধারনা করছি। দুসকৃতকারীরা এমন একটি মিথ্যাকে সত্য বানাতে আপনার পত্রিকার আশ্রয় নিয়েছে বলেও আমি মনে করি। এমতাবস্থায় আপনার রিপোর্টার কর্তৃক ঘটনার সঠিক তদন্ত পূর্বক প্রতিবেদন প্রকাশ এবং পূর্বে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ প্রকাশ করে আমার সামাজিক মর্জাদা অক্ষুন্ন রাখতে আপনার সুমর্জি কামনা করছি। প্রতিবেদকের বক্তব্য : মামলার এজাহার ও পুলিশের বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে প্রকাশিত বক্তব্য স্থানীয়দের। প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ওই সংবাদে ছিল না।