December 11, 2025, 8:51 pm

নববর্ষ উপলক্ষে আবিদা সুলতানার নতুন গান

Reporter Name 184 View
Update : Monday, April 15, 2019

বিনোদন ডেস্ক | সোমবার ১৫ এপ্রিল ২০১৯:
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা। ‘বৈশাখ এলো রে’ শিরোনামের গানটি শনিবার (১৩ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে অনেকদিন পর শ্রোতা-ভক্তদের নতুন গান উপহার দিলেন ‘প্রজাপতিটা যখন তখন’খ্যাত এই গায়িকা।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘বৈশাখ এলো রে’র কথা, সুর ও সঙ্গীত আবিদার নিজের। এছাড়া এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আরাফাত সেতু।

গানটি প্রসঙ্গে আবিদা বলেন, গান থেকে বিরতিতে ছিলাম। ‘বৈশাখ এলো রে’র মধ্য দিয়ে আবারও ফিরলাম। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। ‘আবিদার গান’ নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানেই নিয়মিত আমার নতুন গানগুলো পাওয়া যাবে।’

২০০৭ সালে আবিদা সুলতানার প্রথম গান ‘প্রজাপতিটা যখন তখন’ প্রকাশ পায়। প্রথম গানেই শ্রোতা নন্দিত হন তিনি। গান চর্চার পাশাপাশি বর্তমানে এই শিল্পী একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর