October 26, 2025, 11:43 pm

‘বিভিন্ন বয়সের পুরুষ আমাকে নিয়ে দিন-রাত স্বপ্ন দেখে; বেশ ভালোই লাগে!’

Reporter Name 246 View
Update : Monday, April 15, 2019

ডেস্ক রিপোর্ট | সোমবার ১৫ এপ্রিল ২০১৯:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয়ের পাশাপাশি নারীর শরীরী আবেদনে তিনি পুরুষদের কাছেও আরাধ্য এক নাম! এ বিষয়টাও তিনি উপভোগ করেন। বিভিন্ন সময় ইন্টারভিউতেও সে কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলাখুলি কথা বলেছেন। অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

সেখানে শ্রীলেখা মিত্রকে নিয়ে একটা বয়সের পুরুষ স্বপ্ন দেখে এমন একটি প্রশ্ন তিনি সংশোধন করে, উত্তরে জানালেন, ‘একটা বয়স? ভুল বলছেন। একটা বয়সের নয়। বিভিন্ন বয়সের পুরুষ আমাকে নিয়ে দিন-রাত স্বপ্ন দেখে। বেশ ভালোই লাগে।’

শ্রীলেখা এই ভালো লাগার প্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘যারা এখন ৩০-এর কোঠায়, তেমন অনেকে বলেছেন, তাদের বেড়ে ওঠা, সেক্সুয়ালি নিজেকে জানা, তার মাধ্যম হলাম আমি। এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট। আর দর্শক যদি রাতে আমার স্বপ্ন না দেখেন, তাহলে তো অভিনেত্রী হিসেবে সেটা আমার ব্যর্থতা।’

(প্রিয়.কম)


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর