১০ টাকার টিকিট কেটে চিকিৎসা সেবা নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯:
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকায় টিকিট কেটে সাধারণ রোগীদের মতো চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
এর আগে ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সময় সরকারপ্রধান বলেছিলেন, ‘এখন থেকে বিদেশ নয়, দেশেই চিকিৎসা সেবা নেবেন।’
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর