November 18, 2025, 6:16 pm

মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার আর নেই

Reporter Name 142 View
Update : Sunday, April 21, 2019

নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ এপ্রিল ২০১৯:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের বাসিন্দা, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রামের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।

শনিবার (২০ এপ্রিল) বাদ যোহর নিজবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জানাজা নামাজে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী গেছেন। তার ছোট ছেলে শাহেদ হাসান তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: হাবিবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক মো: মইনুল ইসলাম তাজিম গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর