August 27, 2025, 4:46 am

রাজধানীতে রাস্তায় শিকলে বাঁধা মা ও সন্তান এর ছবি ভাইরাল

Reporter Name 160 View
Update : Sunday, April 28, 2019

ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯: মা তার সন্তানকে শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাত দিয়ে হাঁটছেন। শিশুটির হাতে দশ টাকার একটি নোট। গায়ে শিকল বেঁধে থাকলেও ফুরফুরে মেজাজে হাঁটছে ওই শিশু।

রোববার (২৮ এপ্রিল) সকালে আরাফাত সিদ্দিকী নামের এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

এরপরই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী।

তিনি জানান, সকাল সাড়ে দশটার ছবিটি রাজধানী জাহাঙ্গীর গেটের কাছে স্বাধীনতা টাওয়ারের সামনে তোলা। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে এ দৃশ্য দেখতে পান। এক মা তার সন্তানকে শিকলে পরিয়ে রাখার বিষয়টি চোখে পড়ার মতো বিষয়। তখনই ছবিটি তুলেন আরাফাত।

এ বিষয়ে আরাফাত বলেন, ‘আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে। সে সময় শিশুটির হাতে দশ টাকার নোট দেখতে পাই।

এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন বলে জানান আরাফাত।

তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে। তিনি বলেন, শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল।

এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর