November 18, 2025, 7:35 pm

শাহরাস্তিতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৬

Reporter Name 207 View
Update : Sunday, April 28, 2019

চাঁদপুর | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯: চাঁদপুরের শাহরাস্তিতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহতদের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার রনজিত মজুমদার (৪৫), ফখরুল ইসলাম (৪৫), শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৬০) ছাত্র রোমান হোসেন (৮), মনি বেগম (২৫) ও শাহজাহান।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ শাহরাস্তি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর