রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৬৬

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯:
রাজধানীতে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
আটকের সময় তাদের হেফাজত হতে ৫৭৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০৩ গ্রাম ৮৩৮ পুরিয়া হেরোইন ও ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ২৭ এপ্রিল, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর