উত্তরায় অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক,বৃহস্পতিবার,০৫ জুলাই ২০১৮: রাজধানীর উত্তরা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার রাত ১টার দিকে র্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাতে উত্তরায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর