চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে অর্থ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ | বৃহস্পতিবার,৯ মে ২০১৯:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন প্রমুখ। পরে, প্রধান অতিথি ২২ জন দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর









