November 18, 2025, 8:34 pm

নওগাঁয় ১৪ মামলার আসামী কুতুবুরকে ১৫ গ্রাম হিরোইন ও ১০০পিস ইয়াবা সহ আটক করেছে ডিবি

Reporter Name 177 View
Update : Saturday, May 18, 2019

ইউনুস আলী ফাইম, নওগা প্রতিনিধি ঃ
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের চকআথিতা গ্রামের ১৪টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী কুতুবুর রহমান পবন (৪৩) কে ১৫গ্রাম হিরোইন ও ১০০পিচ ইয়াবাসহ আটক করেছে নওগাঁ জেলা শাখার ডিবি পুলিশ।
জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর নেতৃত্বে মধ্য রাতে তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন, সততা ও সাহসিকতার বিশেষ অবদান রাখার শ্রেষ্ট অফিসার হিসেবে সন্মাননা ক্রেষ্ট
পাওয়া ডিবি পুলিশের এস.আই (নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান, সঙ্গীয় এ.এস.আই বাসির খাঁন ও এ.এস.আই সোহেল রানা অফিসার ফোর্সসহ একটি চৌকষ দল।
পরিচালনা কালে ১৫ গ্রাম হিরোইন ও ১০০শত পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবশায়ী কুতুবুর রহমান পবনকে হাতেনাতে আটক করেন, ডিবি পুলিশের একটি চৌকশ দল। কুতুবুর রহমান পবন নওগাঁ সদর চকআতিথা পূর্ব পাড়ার
মৃত রমজানের আলীর পুত্র। তিনি দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
জানা গেছে আজ তাকে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর মডেল থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর