নওগাঁয় স্পিড এর লোগো নকল করে মিনি পলিপ্যাকে বাজারজাত করার অপরাধে আটক ৬
ইউনুস আলী ফাহিম, নওগাঁ প্রতিনিধি,
নওগাঁয় দেশের বৃহত্তম প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পণ্য স্পিড এর লোগো নকল করে তৈরি করছেন স্পিড এর মিনি পলিপ্যাক কোমল পানীয়, আর পণ্যটি ছেয়ে গেছে শহরে জুরে, নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ক্ষতিকর এ কোমল পানীয় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। সোমবার বিকেল সারে ৫ ঘটিকা হতে শুরু হয় শহরের ডাবপট্টি ও কাপড়পট্টির তিব্বত মার্কেট ও খাঁস নওগাঁয় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল এ কোমল পানীয় উদ্ধার করে। সেই সঙ্গে নকল এসব কোমল পানীয় বিক্রির দায়ে ছয় দোকানীকে
আটক করা হয়েছে। যানা গেছে, শরীরের জন্য ক্ষতিকর এ কোমল পানীয় সারা শহর ছেয়ে গেছে। প্যাকেটের দাম পাঁচ টাকা হলেও, শিশুদের আকৃষ্ট করতে প্রতিটি প্যাকেটের
সঙ্গে একটি বেলুন ও এক টাকার কয়েন যোগ করে প্যাকেজাত করা হয়েছে। এ যেন টাকা দিয়ে টাকা কেনার মতো অবস্থা। ফলে সহজেই শিশুরা এ কোমল পানীয়র প্রতি আকৃষ্ট হয়ে কিনছে। আর এ নকল পণ্যটি তৈরি করে বাজারজাত করেছে ‘হোসেন ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠান।নওগাঁ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা কেএম সামছুদ্দিন বলেন, কোমল পানীয় স্পিড প্লাস্টিকের বা টিনের বোতলে বাজারজাত হয়। কিন্তু এ পণ্যটি পলিথিনের মোড়কের প্যাকেটে বাজারজাত করা হচ্ছে। এ পণ্যটি নকল এবং শরীরের জন্য ক্ষতিকর। এসব পণ্য বিক্রির দায়ে ছয় দোকানিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।









