November 18, 2025, 9:44 pm

গাজীপুরে মাদকবিরোধী বয়ান করায় খতিবকে মারধর

Reporter Name 146 View
Update : Saturday, May 25, 2019

গাজীপুর | শনিবার,২৫ মে ২০১৯: গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজের পূর্বে মাদক ও জুয়ার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করায় খতিবকে শারিরীকভাবে হেনস্থা ও তার দাড়ি ধরে টানা-হেঁচড়া করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পিতবার রাতে গাজীপুর সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার এসআই শওকত আলী জানান, গত ১৭ মে সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকায় পেপসি গেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শামছুদ্দিন সাঈদ জুমার নামাজের পূর্বে মাদক, জুয়া ও নেশার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। এতে এলাকার কতিপয় মাদকসেবী ক্ষুব্ধ হয়ে গত ২১ মে ওই সমজিদের সামনে খতিব শামছুদ্দিন সাঈদকে অকথ্যভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি এবং দাড়ি ধরে টানা-হেঁচড়া করতে থাকে।

তিনি জানান, এ সময় খতিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। এ ঘটনায় পর দিন খতিব জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে পুলিশ ইসমাইল হোসেন (৩৫), জাকির (২২), মাসুদ (২৪), ইমরানসহ (২৫) ছয়জনকে আটক করে।
– খবর: যুগান্তর


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর