August 31, 2025, 2:27 pm

নরসিংদীতে রাগ-অভিমানে টয়লেটের ভিতর দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করে বাবা

Reporter Name 138 View
Update : Saturday, May 25, 2019

নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মে ২০১৯:
নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে বোনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দু’টির বাবা স্বীকারোক্তি দিয়েছে,আর্থিক দৈন্যতার পাশাপাশি সন্তানের ভরণ পোষণ দিতে না পারায় দুই মেয়ে নুসরাত জাহান তাইন (১১) ও তানিশা তাইয়েবা (৪)কে হত্যা করেছেন বাবা শফিকুল ইসলাম(৩৮)।

দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাক্তার দেখানোর কথা বলে দুই সন্তান তাইন ও তাইবাকে শিবপুরে নিয়ে আসেন বাবা। পরে ঘুরতে যান লঞ্চ টার্মিনালে। সেখানে পর্যাপ্ত টাকা না থাকায় ছোট মেয়েকে লিচু খাওয়াতে পারেননি শফিকুল। তারওপর সামনে ঈদ থাকায় সংসারের খরচ নিয়ে হতাশায় ভূগছিলেন তিনি। একপর্যায়ে রাগ-অভিমানে লঞ্চ টার্মিনালের বাথরুমে নিয়ে দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন বাবা। শফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর