November 18, 2025, 9:43 pm

রাণীনগরে ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও ইটভাটা গুড়িয়ে দিলো ম্যাজিস্ট্রেট

Reporter Name 179 View
Update : Sunday, May 26, 2019

ইউনুস আলী ফাহিম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটার ৫০ হাজার টাকা জরিমানা ও আরেক ইটভাটা গুড়িয়ে দিয়েছে
ভ্রাম্যমান আদালত। শুক্রবার উপজেলার ধনপাড়া ও দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিউদ্দিন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিউদ্দিন জানান, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশে শুক্রবার বিকেলে রাণীনগর উপজেলার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ধনপাড়া জামালগঞ্জ মোড় এলাকার মেসার্স কাফি ব্রিকস গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও একই কারনে দুর্গাপুর ঈদগাহ মাঠ এলাকার মেসার্স জেইটি ব্রিকস ইটভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান
তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর