August 21, 2025, 4:47 pm

তাজমহল চত্বরে ‘বহিরাতগতদের’ নামাজে নিষেধাজ্ঞা

Reporter Name 306 View
Update : Tuesday, July 10, 2018

ভারত ডেস্ক,মঙ্গলবার ,১০ জুলাই ২০১৮:
ভারতের আগ্রায় অবস্থিত মোঘল ঐতিহ্য তাজমহল চত্বরে অস্থানীয় বা বহিরাগতরা নামাজ আদায় করতে পারবেন না বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিচারপতি একে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সোমবার (০৯ জুলাই) এ নিষেধাজ্ঞা জারি করেছে।

রায়ে বলা হয়েছে, তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এবং এটিকে রক্ষা করা উচিত। এজন্য এটির চত্বরে অনেক মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন না।

চলতি বছরের জানুয়ারি মাসে আগ্রার স্থানীয় কর্তৃপক্ষ ‘বহিরাগত’ ব্যক্তিদের জন্য তাজমহল চত্বরে জুমার নামাজসহ অন্যান্য নামাজ আদায় নিষিদ্ধ করে। কিন্তু এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলমানরা আদালতে শরণাপন্ন হন।

আগ্রার মুসলমানরা বলছেন, নামাজ আদায়ের ক্ষেত্রে তাদের সঙ্গে ভারতের অন্যান্য স্থানের কিংবা বিদেশ থেকে আগত মুসলমানদের কোনো পার্থক্য করা স্থানীয় কর্তৃপক্ষের উচিত হবে না।

তাজমহল পরিচালনা কমিটির সভাপতি মুনাওয়ার আলী বলেছেন, এই ঐতিহাসিক স্থাপনার চত্বরে ধর্মীয় অনুষ্ঠান পালনে বিধিনিষেধ আরোপ করা যাবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর