November 18, 2025, 9:43 pm

মাধবদীতে অসহায় ৫০০টি পরিবারে ঈদের আনন্দ বার্তা পাঠালো হৃদয়ে বাংলাদেশ

Reporter Name 176 View
Update : Monday, May 27, 2019

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
প্রতি বছরের ন্যায় এবারো স্থানীয় বিভিন্ন অসহায় শিক্ষার্থীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরনের মাধ্যমে আনন্দ বার্তা পাঠিয়েছে মাধবদীর বৃহত্তর সামাজিক সংগঠন “হৃদয়ে বাংলাদেশ”। গতকাল সোমবার সকাল ৯টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে তালিকাভুক্ত শিক্ষার্থীদের ৫০০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এসময় অসুস্থ ও প্রতিবন্ধীসহ সংগঠনের বিভিন্ন সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

হৃদয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক হাজী আল-আমিন রহমান, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন সরকার, কোষাধ্যক্ষ মশিউর রহমান ফারুক, মাধবদী মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, মোঃ আমির হোসেন বকুল, সাংবাদিক মো: নুর আলম, মোসা: রোকসানা কাজল, আব্দুল্লাহ আল মামুন, সোহানুর রহমান সোহান প্রমূখ। এবারের ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে প্লেইন সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, ও সাবান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর