July 31, 2025, 6:20 pm

আজ ভারতের বিপক্ষে জয় চায় মাশরাফি বাহিনী

Reporter Name 202 View
Update : Tuesday, May 28, 2019

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার,২৮ মে ২০১৯:
আজ ভারতের বিপক্ষে জয় চায় মাশরাফি বাহিনী
প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে টাইগাররা। আর প্রস্তুতি ম্যাচ হলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ১ এইচডি।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সবগুলো দলই প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। কিন্তু পকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে খেলতে পারেনি বাংলাদেশ।

তাই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি টাইগারদের সেরা কম্বিনেশন বাছাই করার শেষ সুযোগ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা লন্ডনে যাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫ জুন মূল ইভেন্টে মাঠে নামবে টিম বাংলাদেশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর