December 1, 2025, 1:48 pm

ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর

Reporter Name 156 View
Update : Sunday, June 2, 2019

ধর্ম ডেস্ক | রবিবার ,২ জুন, ২০১৯:
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হলো।

ধর্মপ্রাণ মুসলমানের কাছে শবে কদরের রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিলো। তাই মুসল্লিরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করছেন।

ধর্মপ্রাণ মুসলমানেরা আজকের রাতটি মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ ও আখেরি মোনাজাত করছেন তারা।

পবিত্র শবে কদর উপলক্ষে রবিবার সরকারি ছুটি।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদেই তারাবিহর পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এ ছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর