August 21, 2025, 11:13 pm

এবার ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান ‘ব্লক’ করল চীন

Reporter Name 175 View
Update : Monday, June 10, 2019

আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ১০ জুন ২০১৯:
চীন থেকে ইন্টারনেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের গার্ডিয়ান পড়ার সুযোগ থাকছেনা। চীন সরকার এ দুটি পত্রিকা সাইট ‘ব্লক’ করে দিয়েছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ যে কয়টি ইংরেজি নিউজ ওয়েবসাইটে চীনের মূলভূখণ্ডের বাসিন্দারা দেখতে পারতেন, তার মধ্যে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান অন্যতম।

এর আগে ব্লুমবার্গ, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কিছু ইংরেজি নিউজ সাইট বন্ধ করেছে চীন।

৪ জুন তিয়ানআনমেন স্কয়ারের দমনাভিযানের ঘটনার ৩০ বছর পূর্তিকে কেন্দ্র করে সম্প্রতি চীন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে ওই ঘটনা সঙ্গে সম্পর্কিত ছবি ও শব্দ ‘ব্লক’ করতে শুরু করে।

১৯৮৯ সালের ওই দমনাভিযানের সঙ্গে সম্পর্কিত সব কিছু মুছে দিতে বা আটকে দিতে চীন রোবট সেন্সর ব্যবহার করছে বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।

চীনে ফেইসবুক, টুইটার, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ করে রেখেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর