November 18, 2025, 10:59 pm

ফেনীর আলোচিত নুসরাত হত্যা: ১৬ আসামি কারাগারে, খালাস ৫

Reporter Name 151 View
Update : Monday, June 10, 2019

নিউজ ডেস্ক | সোমবার, ১০ জুন ২০১৯:
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে নিপীড়নের পর পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে নুসরাত হত্যায় গ্রেফতার ২১ জনের মধ্যে ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

আদালত চার্জশিট আমলে নেয়া ১৬ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ জুন দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১০ জুন) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুন-উর রশিদের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে আসামিদের হাজির করা হয়।

ওই ১৬ আসামি হলেন- সোনাগাজী সিনিয়র মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন (৫৫), সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম (৫০), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন (১৯), হাফেজ আবদুল কাদের (২৫), আফছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মণি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আবদুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), মোহাম্মদ শমীম (২০) ও মহিউদ্দিন শাকিল (২০)।

অন্যদিকে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারের পর চার্জশিটে না না থাকায় খালাস পাওয়া ৫ জন হলেন- নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন ও শাহিদুল ইসলাম।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) প্রিয়রঞ্জণ দত্ত।

তিনি জানান, সোমবার কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ওই ২১ জনকে বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১৬ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে দেয়া চার্জশিট আমলে নিয়ে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৮ মে পিবিআই কর্মকর্তারা মামলার অভিযোগপত্র ও প্রায় ৮০০ পৃষ্ঠার সামগ্রিক নথিটি ফেনীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম জাকির হোসাইনের আদালতে দাখিল করেন। এর পর বিচারক অভিযোগপত্রটি পর্যবেক্ষণ করে বিচারক মামুন উর রশিদের আদালতে পাঠিয়ে দেন।

সবশেষ গত ৩০ মে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আসামিদের হাজির করা হলেও বিচারক সেদিন অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি না করে ১০ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ অভিযোগ গঠনের ওপর শুনানি হলো।

মামলার বাদীপক্ষে ছিলেন- অ্যাডভোকেট শাহজাহান সাজু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু ও তাজুল ইসলামসহ কয়েকজন আইনজীবী।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। এর আগে ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজদৌল্লা। এর জের ধরে ৬ এপ্রিল নুসরাতকে পরীক্ষার হল থেকে ডেকে ছাদে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সিরাজের অনুসারীরা।

এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ১২ এপ্রিল মামলাটি পিবিআইতে পাঠানো হয়। পুলিশ ও পিবিআই এ ঘটনায় ২১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত ২৮ মে আদালতে ১৬ জনের ফাঁসির আবেদন করে অভিযোগপত্র দেয় পিবিআই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর