November 18, 2025, 11:00 pm

রাজশাহীতে পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Reporter Name 161 View
Update : Tuesday, June 11, 2019

রাজশাহী | মঙ্গলবার,১১ জুন ২০১৯:
রাজশাহীর পুঠিয়ার একটি ইটভাটা থেকে পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শ্রমিক নেতার নাম নুরুল ইসলাম। তিনি উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি।

মঙ্গলবার (১১ জুন) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আজ (১১জুন) সকালে স্থানীয়রা ইটভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। নিহতের পেটে একটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।

এ ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর