August 30, 2025, 6:59 am

রিফাত হত্যাকারীরা যে দলেরই হোক না কেন ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 140 View
Update : Friday, June 28, 2019

নিউজ ডেস্ক | শুক্রবার,২৮ জুন ২০১৯:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন সবাইকে ধরা পড়তেই হবে। সবাই নিশ্চিত থাকেন, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না।’

শুক্রবার (২৮ জুন) দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ, গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। আমাদের নজর এড়িয়ে কেউ পার পায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের অধিকাংশই ধরা পড়েছে। বাকি যে কয়েকজন আছে, তারা অচিরেই ধরা পড়বে।’

তিনি বলেন, ফেনীর মাদরাসার ছাত্রীর অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বলেছি, আমরা কাউকে ছাড় দেব না। সেখানে দেখেছেন আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত তাদেরকেও আমরা ছাড় দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তাই আপনারা যারা সন্দেহ করছেন, কেউ দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে ছাড় পাবে, তা ভুল ধারণা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দেখবেন বাকীদেরকে শিগগিরই গ্রেফতার করা হয়েছে। আমাদের দক্ষ পুলিশবাহিনী এটা নিয়ে কাজ করছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর