August 21, 2025, 11:12 pm

ট্রাম্প-কিমের দেখা হবে দুই কোরিয়ার সীমান্তে

Reporter Name 151 View
Update : Sunday, June 30, 2019

আন্তর্জাতিক ডেস্ক | রবিবার,৩০ জুন ২০১৯
দুই কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইড জোন (ডিএমজেড) বা অসামরিকীকৃত অঞ্চলে দেখা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুই পক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

রবিবার (৩০ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়, রবিবারই ডিএমজেড-এ কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত হয়ে যাওয়া আলোচনার বিষয়ে কথা বলতে বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে আছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরের মাঝেই এক টুইটে নজিরবিহীনভাবে তার সফরসঙ্গী হতে কিম জং-উনকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই দুই কোরিয়ার অসামরিকৃত অঞ্চলে দুই নেতার দেখা করতে যাওয়ার ঘোষণা এলো।

সিউলে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নিশ্চিত করেন, সীমান্তে কিম জং-উনের সঙ্গে তিনি ‘শান্তির জন্য করমোর্দন’ করতে পারেন। এই পুরো বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত অবশ্য কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আসেনি। তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ডিএমজেড-এ কিম জং-উনের সঙ্গে বৈঠকটি হলে তা হবে এই দুই নেতার তৃতীয় বৈঠক।

গত বছরের জুনে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের মধ্যে বৈঠক হয়। ঐতিহাসিক ওই বৈঠকে যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। তবে নিরস্ত্রীকরণের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দু’দেশের মধ্যে দর কষাকষি চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন ট্রাম্প ও কিম। তবে বহুল আলোচিত ওই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর