July 31, 2025, 11:51 am

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

Reporter Name 166 View
Update : Monday, July 1, 2019

আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ১ জুলাই ২০১৯:
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিমানবন্দরে ব্যক্তিমালিকানাধীন একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৩০ জুন) সকালে দেশটির ডালাস শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন।

খবরে বলা হয়েছে, বিচক্র্যাফটসুপার কিং এয়ার ৩৫০ বিমানটি রাজ্যের এডিসন বিমানবন্দর থেকে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশে রওনা হয়েছিল। উড়ার সময় হ্যাঙ্গারেই সেটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই তাতে আগুন ধরে যায়।

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার পর বিমানবন্দর ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। বিমানটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর