August 31, 2025, 10:18 am

আমভর্তি ট্রাক উল্টে নিহত ২

Reporter Name 133 View
Update : Thursday, July 11, 2019

ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার ১১ জুলাই ২০১৯:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমভর্তি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫২)।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মিনিট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমভর্তি করে রাজশাহী যাওয়ার পথে ভোরে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পরে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আহত হন চালকসহ আরও দুজন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর