November 4, 2025, 1:17 am

রোহিঙ্গা শিবিরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name 174 View
Update : Friday, July 12, 2019

কক্সবাজার | শুক্রবার,১২ জুলাই ২০১৯:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানিতে ডুবে তাদের মৃত্যু
হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের। নিহত দুই শিশু হলো বালুখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ১৬ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬)।

ওসি খায়ের জানান, বালুখালী হাকিম পাড়া ক্যাম্পের মৃত ওই দুই ভাই বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলতে ঘর থেকে বেরিয়েছিল। এদিকে সন্ধ্যা পর্যন্ত শিশুদুটি ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে শুরু করে।
তিনি বলেন, খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পাড়া ১৪ নম্বর ক্যাম্প এলাকার একটি খালে পাহাড়ি ঢলের পানিতে ২ সহোদরকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর