সরিষাবাড়ীতে নৌকা ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু
						জামালপুর | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীতে নৌকা ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন একটি স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণা (১৮) ও তার বোন ঝুমা (১০)। এই দুজন কালিকাপুর গ্রামের খবিরউদ্দিনের মেয়ে। অন্য তিনজন হলো- জান্নাত বেগম (১০) রতশি (১০) ও অন্তরা (১৬)। তাদের বাড়িও একই এলাকায়। শেষের তিনজন সুবর্ণার খালাতো বোন।
স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, বেলা ১১টার দিকে উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিখাই বিলে বানের পানিতে নৌকা নিয়ে খেলতে যায় ৯ তরুণী ও শিশু।
এ সময় নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই বোনসহ পাঁচজন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										