ছেলেধরা নিয়ে কেউ গুজব সৃষ্টি না করার জন্য তুরাগ থানা পুলিশের জনসচেতনতা মুলক পোষ্টার বিতরন

রাসেল খান,
শুক্রবার সকালে তুরাগের বিভিন্ন এলাকায় ছেলেধরা নিয়ে গুজবে কেউ কান না দেওয়ার জন্য জনসচেতনতা মুলক পোষ্টার ও লিফলেট বিতরন করেন তুরাগ থানা পুলিশ।
ছেলেধরা নিয়ে কেউ গুজব সৃষ্টি করলে তাদের ধরিয়ে দেওয়ার কথা জানান পুলিশ। গুজব নিয়ে যারা কথা বলবে তাদের আইনের আওতায় আনা হবে। তুরাগ থানার পুলিশ বলেন ছেলেধরা গুজবে ভ্রিভান্ত হয়ে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।
এই পর্যন্ত গণপিটুনির কারনে যতোগুলো নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলের নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা রাষ্ট্র বিরোধী কাজের শামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারি অপরাধ।
পদ্মা সেতুতে মানুষের অমুক লাগবে বা তমুক লাগবে এসব মিথ্যা কথা। এসব গুজব সৃষ্টি করে ছেলেমেয়েদের লেখাপাড়ার সমস্যায় ফেলছে। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা দেশের ভালো চায় না।