July 30, 2025, 5:27 pm

টিকটক ভিডিও করে পুলিশ সদস্য বরখাস্ত! (ভিডিও)

Reporter Name 172 View
Update : Sunday, July 28, 2019

রকমারি ডেস্ক | রবিবার, ২৮ জুলাই ২০১৯:
থানার লকআপের সামনে নেচে ভিডিও করেছেন এক নারী পুলিশ সদস্য। নাচে-গানে ভরপুর এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হতেই কপাল পুড়লো এ তরুণীর, হতে হলো বরখাস্ত! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর গুজরাটের মহেসানা জেলায়। আর এ পুলিশ সদস্যের নাম অল্পিতা চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি গুজরাট রাজ্য পুলিশের নজরে পড়ে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ জুলাই এই বিতর্কিত ভিডিওটি টিকটকে আপলোড করেছেন অল্পিতা। রাজ্য পুলিশের ডিএসপি জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অল্পিতা চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে। অ

বরখাস্ত হলেও ভিডিওটির জোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছেন অল্পিতা। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১৪ হাজার থেকে বেড়ে রাতারাতি ৩৫ হাজারে পৌঁছে গিয়েছে!


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর