August 21, 2025, 8:21 pm

রহস্যজনকভাবে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

Reporter Name 292 View
Update : Monday, July 23, 2018

নিউজ ডেস্ক,সোমবার,২৩ জুলাই ২০১৮:
রহস্যজনকভাবে গ্রীণলাইন বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল।

রবিবার (২২জুলাই) ভোরে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় এই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ পায়েল চট্টগ্রামের হালিশহর এলাকার গোলাম মওলার ছেলে। তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পড়ালেখা করতেন।

পায়েলের মামা গোলাম সারোয়ার্দী বিপ্লব জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রীনলাইন পরিবহনের একটি গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু সকালে তার পরিবারের সদস্যরা পায়েলের মোবাইলে ফোন করলে তার পাশের সিটের যাত্রী ফোন রিসিভ করে বলেন পায়েল গাড়িতে নেই।

পরে গ্রীণলাইন পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যাসেল হোটেলের সামনে পৌঁছালে বাস যানজটে পড়ে। এই সময় পায়েল গাড়ি থেকে নেমে যায়। আর ফিরে আসেনি।

এই ঘটনায় তার পরিবারের সদস্যরা দিনভর ওই এলাকায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে বন্দর থানায় জিডি করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর