August 5, 2025, 10:48 am

নদীর সৌন্দর্য ফেরাতে কার্যক্রম অব্যহত রাখতে হবে: নৌপ্রতিমন্ত্রীকে সাবেক নৌমন্ত্রী

Reporter Name 144 View
Update : Tuesday, July 30, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,৩০ জুলাই ২০১৯:
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্দেশ্যে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ও দখল মুক্ত রাখতে যে কাজগুলো শুরু করা হয়েছিলো সেগুলোর কার্যক্রম অব্যহত রাখতে হবে।’ তিনি বলেন, ‘নৌপ্রতিমন্ত্রী বলেছে ‘আগে যে কাজগুলো শুরু করা হয়েছিলো আমি সেই কাজগুলো আগে শেষ করবো।’- আমি অনেক খুশি হয়েছি তার কথায়। কারণ, সেই কাজগুলো শেষ হলে নদীর সৌন্দর্য ফিরে পাবে।’ মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হক হলে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের এক দশক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপির সময় নদীগুলোকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আবার নদীগুলোকে সচল করা হয়েছে। ড্রেজার মেশিন কিনা হয়েছে। নদীগুলোকে খনন করা হয়েছে। আরও কিছু নদী বাকি আছে যেগুলো খনন করা হবে।’

তিনি বলেন, ‘নদীগুলোকে রক্ষা করতে হলে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। যা ইতিমধ্যে অনেক জায়গায় করা হয়েছে। ভবিষ্যতে যেন নদীগুলো আর কেউ দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

শাজাহান খান বলেন, ‘নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে যে কাজগুলো শুরু করা হয়েছিল সেই কাজগুলো অব্যাহত থাকলে নদীর রূপ পাল্টে যাবে। আমাদের বর্তমান নৌপ্রতিমন্ত্রী সেই কাজগুলো অব্যাহত রেখেছে। আমি আশা করব তিনি সেই কাজগুলো শেষ করবেন।’

দেশের শ্রমিকদের মর্যাদা দিতে হবে। বেতন-বোনাস দিতে হবে। তাহলে দেশ উন্নত হবে। শ্রমিকদের হেলায়-ফেলায় ফেলে রেখে দেশ কখনো উন্নত হবে না বলেও মন্তব্য করেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী এই সভাপতি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মীর তারেক আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর