October 29, 2025, 3:39 pm

প্রাণ ও ফার্মফ্রেশ দুধ বিপণনে বাধা নেই

Reporter Name 189 View
Update : Tuesday, July 30, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,৩০ জুলাই ২০১৯:
মিল্ক ভিটার পর এবার প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বাজারে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্ক বিক্রিতে আপাতত আর কোনো বাধা রইল না।

এ দুটি কোম্পানিসহ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই ৫ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলেছিল হাই কোর্টের একটি বেঞ্চ।

ওই আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি ও আকিজ ফুডের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান মঙ্গলবার হাই কোর্টের আদেশ ৫ সপ্তাহের জন্য স্থগিত করে দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল জানান।

প্রাণ ও ফার্মফ্রেশের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে সোমবার মিল্ক ভিটার ক্ষেত্রেও হাই কোর্টের নিষেধাজ্ঞা চেম্বর আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর