August 5, 2025, 12:57 pm

গাবতলীতে ১০ লাখ টাকার টাইগারের মৃত্য

Reporter Name 148 View
Update : Tuesday, August 6, 2019

ঢাকা | মঙ্গলবার,৬ আগস্ট ২০১৯:
গাবতলীর কোরবানির হাটে বেশি দামে বিক্রির আশায় নিয়ে আসা টাইগার নামে প্রায় ৩০ মণ ওজনের একটি গরু তীব্র গরমে স্ট্রোক করে মারা গেছে। গরুটির মালিক মেহেরপুর জেলার আব্দুর রাজ্জাক আশাহত হয়ে জানান, টাইগারকে ৮/১০ লাখ টাকায় বিক্রি করার আশা ছিল।

মঙ্গলবার দুপুরে গাবতলী পশুর হাটে তীব্র গরমে স্ট্রোক করে গরুটির মৃত্যু হয়। গরুটির মালিক জানান, আজ সকালেও গরুটি ভালো ছিল।

তিনি বলেন, গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়।

অসুস্থ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায় বলে জানান আব্দুর রাজ্জাক।

প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। তিনি জানান, পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে গাবতলী এসেছিলেন তিনি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর