September 11, 2025, 8:18 pm

ঔপনিবেশিক মানসিকতা পরিহার করুন: ডিসিদের প্রধানমন্ত্রী

Reporter Name 297 View
Update : Tuesday, July 24, 2018

নিজস্ব প্রতিবেদক,মঙ্গলবার,২৪ জুলাই ২০১৮: ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সেবার মনোভাব নিয়ে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যেন পিছিয়ে না পড়ে দেশ। বাজেটের টাকায় উন্নয়নকাজ চলছে। দেশের সম্পদ কাজে লাগিয়ে দারিদ্র্যকে জয় করতে হবে। তৃণমূলে মানুষের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল কাজে লাগাতে হবে।’

মঙ্গলবার (২৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সম্মেলন উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন আমাদের ভিক্ষা চাইতে হয় না, কারও সাহায্য চাইতে হয় না। আওয়ামী লীগ সরকার দুই মেয়াদ পূর্ণ করায় দেশের গতিশীল উন্নয়ন হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইনফ্লেশন কমিয়ে এনেছি। ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকলে এবং প্রবৃদ্ধি বাড়লে দরিদ্র মানুষ এর সুফল ভোগ করতে পারে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসকরা ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা উপস্থিত আছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর