August 31, 2025, 12:45 pm

জামালপুরের নতুন ডিসি এনামুল হক

Reporter Name 119 View
Update : Sunday, August 25, 2019

নিজস্ব প্রতিবেদক | রবিবার,২৫ আগস্ট ২০১৯:
পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

জামালপুরের নিয়োগ পাওয়া নতুন ডিসি এনামুল হক বলেন, নতুন ডিসি হিসেবে জামালপুরে দায়িত্ব পেয়েছি। সবাই দোয়া করবেন সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি।

জেলা প্রশাসনের খাস কমারায় একটি ভিডিও কেলেঙ্কারির ঘটনায় জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল হক।

প্রসঙ্গত, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর