‘পর্ন তারকাকে বাংলাদেশে আনার অর্থ খুঁজে পাই না’

বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
‘বিক্ষোভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীও।
এদিকে, সানি লিওন এক ভিডিও বার্তায় জানান, সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন। তবে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিনেতা হিরো আলম।
বাংলাদেশে সানি লিওন আসুক তিনি তা চান না বলে জানান, ‘পর্ন তারকাকে বাংলাদেশে আনার অর্থ আমি খুঁজে পাই না। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছিল অশালীনতার কারণে, সেই অশালীনতাই আবার নিয়ে আসতে চাইছে একটা শ্রেণি। সানির মতো পর্ন তারকাদের দেশে আনলে ইন্ডাস্ট্রি ফের অন্ধকারের দিকে যাবে।’
এছাড়া এই ছবিতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করবেন। তবে ছবির নায়ক কে থাকছেন তা এখনও জানানো হয়নি।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর