August 4, 2025, 8:03 am

‘পাকিস্তানে যাব এবং অনুষ্ঠান করব, সাহস থাকলে আটকান!’

Reporter Name 157 View
Update : Tuesday, August 27, 2019

বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
‘আমি পাকিস্তানে যাব এবং অনুষ্ঠান করব। সাহস থাকলে আমকে কেউ আটকে দেখাক’, কার্যত গর্জনের সুরে বললেন শিল্পা শিন্দে। পাকিস্তানে মিকা সিংয়ের গান গাওয়াকে পূর্ণ সমর্থন করেছেন শিল্পা।

অভিনেত্রী বলেন, ‘ফেডারেশনকে চ্যালেঞ্জ করে বলছি আমি পাকিস্তানে যাব। ব্যান করার সাহস থাকলে করুন। কেউ আটকাতে পারবেন না। এখন কী আমাকে পাকিস্তান মুর্দাবাদ বলতে হবে? তবেই কী আমি দেশপ্রেমী হব? অন্য কেউ কীভাবে সিদ্ধান্ত নিতে পারে আমি আমার দেশকে ভালোবাসি কিনা। যদি আমি পাকিস্তানে অনুষ্ঠান করা বন্ধ করি এবং তাদের বিষয়ে খারাপ কথা বলতে শুরু করি তাহলে কী আমি একজন দেশভক্ত হব। এই ধরনের যুক্তির কী কোনও মানে আছে?’

এদিন মিকার প্রসঙ্গে শিল্পা বলেন, ‘শিল্পীদের কোনও সীমানা থাকে না। পাকিস্তানে গান গেয়ে মিকা ভালোই করেছেন। তিনি কী কোনও অপরাধ করেছেন? আপনারা কেন একজনের পিছনে পড়ে আছেন এবং তাকে জোর করে ক্ষমা চাওয়ানো হচ্ছে। কেউ শিল্পীদের আটকাতে পারবে না। তাদের রোজগাররে পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না।’

প্রসঙ্গত, পাকিস্তানে গান গাওয়া নিয়ে মিকা সিং ফেডারেশন ওয়েস্টার্ন অব ইন্ডিয়া সিনে এমপ্লোয়ি (FWICE)-এর কাছে ক্ষমা চেয়ে নেন। বোর্ডের প্রেসিডেন্ট বিএন তিওয়ারি জানান, গায়ক তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তিনি এই ভুল কখনই করবেন না বলে জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর