August 21, 2025, 11:13 pm

কাশ্মির সংকট: পাকিস্তানকে নিয়ে ট্রাম্পকে যা বললেন মোদী

Reporter Name 164 View
Update : Wednesday, August 28, 2019

আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৮ আগস্ট ২০১৯:
বিতর্কিত জম্মু-কাশ্মির পরিস্থিতি নিয়ে সংকট সমাধানের পথ খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় গতকাল সোমবার (২৫ আগস্ট) ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে এ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে মোদী ট্রাম্পকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সমস্ত বিষয়ই দ্বিপাক্ষিক, তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও সুযোগ নেই।

৩৭০ ধারার অন্তর্গত জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর এই প্রথমবার ট্রাম্পের সঙ্গে মোদীর কথা হয়।

মোদী বলেন, ‘তৃতীয় কোনও দেশকে এ ব্যাপারে কষ্ট দিতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে বিষয়গুলি মিটিয়ে নিতে সক্ষম হবো আশা করি।’

এদিকে চলতি মাসেই বেশ কয়েকবার কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েন নিয়ে সমাধানে মধ্যস্থতার ইচ্ছা পোষণ করেন ট্রাম্প।

তবে গেল সপ্তাহে মোদী ও ইমরান খানের সঙ্গে ট্রাম্পের আলাপনের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছিলেন, ‘কাশ্মির একটি জটিল ও বিতর্কিত জায়গা। বহুদিন ধরেই সেখানে হিন্দু ও মুসলমান একসঙ্গে বসবাস করে আসছে। আমি এটা বলবো না যে, তারা একসঙ্গে বসবাস করতে পেরে খুব ভালো আছে। এ নিয়ে মধ্যস্থতায় আগ্রহ থাকলে আমি সর্বোচ্চ সহায়তার চেষ্টা করবো।’

এদিকে জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে মোদী সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালের আগে একসঙ্গেই ছিল। আমার বিশ্বাস আমরা আমাদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবো।’

দুদেশের জনগণের উন্নয়নের জন্য ভারত ও পাকিস্তানের একযোগে কাজ করা উচিত বলেও জানান মোদী।

একইসময় বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমেরিকা ভারত ও পাকিস্তান দুপক্ষেরই ভাল বন্ধু। আমি মনে করি, ভারত ও পাকিস্তান নিজেরা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিতে পারবে।’

একইসঙ্গে মধ্যস্থতার ইচ্ছা পোষণে নিজের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প বলেন, ‘ভারত ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। আমি নিশ্চিত তারা উদ্ভূত সমস্যা সমাধানে দারুণভাবে সক্ষম হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর