August 5, 2025, 1:55 pm

টঙ্গীতে ঘরের ভেতর বাবা-ছেলের মরদেহ উদ্ধর

Reporter Name 128 View
Update : Wednesday, August 28, 2019

নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট বুধবার ২০১৯:
গাজীপুরের টঙ্গীতে ঘরের ভেতর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, হালিম (২৯) ও তার ছেলে রোমান (৯)। মঙ্গলবার রাত ৩টায় টঙ্গী বাজার শাহজাদার বিল্ডিংয়ের ৫ম তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলবো থানার বটেরশ্বর গ্রামে। নিহত হালিম টঙ্গী বাজার ফুটপাতে মশলার ব্যবসা করতেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, হালিম স্ত্রী ইসনাহার ও ৪ সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাত ৩টার হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে পাশের ভাড়াটিয়া ও স্থানীয়রা ছুটে আসেন। ঘরের মেঝেতে পড়ে ছিল নোমানের নিথর দেহ, হালিমের মরদেহ দেখা যায় বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায়।

ওসি মো. কামাল হোসেন আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

নিহত হালিমের মামা কাঞ্চন মিয়ার দাবি, তার ভাগ্নের স্ত্রীর বড় ভাই দুলালের সঙ্গে ব্যবসা নিয়ে হালিমের মাঝেমধ্যেই ঝগড়া হতো। এরই জেরে হালিমকে কয়েকবার মারধর করেছে দুলাল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর