September 15, 2025, 11:15 am

আশুলিয়া থানা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name 133 View
Update : Wednesday, August 28, 2019

নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট বুধবার ২০১৯:
ঢাকার সাভারের আশুলিয়া থানা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদাত বার্ষিকী উপল¶ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় এ অনুষ্ঠান পালিত হয়।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম পি।আলোচনায় প্রধান আলোচক বলেন, রক্তাক্ত ১৫ আগষ্ট এ আমরা সপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।এসময় তিনি ১৫ আগস্ট নিহত সকলের বিদেহী আতœার শান্তি কামনা করে মানবতার জননী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামি লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী প্রমুখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত নিজেই পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং স্থানীয় বিপূল সংখ্যক সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর