July 30, 2025, 10:37 pm

এক লাটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন মহসিন

Reporter Name 170 View
Update : Wednesday, August 28, 2019

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ আগস্ট বুধবার ২০১৯:
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন আগামী মাসে বাবা হবেন। তার এই খুশিকে আরও দ্বিগুণ করেছে এক পুরস্কার। এক লাটারিতে তিনি জিতেছেন ১০ লাখ দিরহাম। বাংলাদেশে টাকার অঙ্কে যা দাঁড়ায় ২ কোটি ৩০ লাখ। মঙ্গলবার দুবাইতে এক লটারি জিতে তিনি এই পুরস্কার পান। মহসিনের বাড়ি ফেনীর সোনাগাজীতে। নয় বছর আগে দুবাইয়ে পাড়ি জমান তিনি। খবর গালফ নিউজের।

ইউএইর নামকরা বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আল আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে গ্রীষ্মকালীন র‌্যাফেল ড্রর আয়োজন করেছিল। মঙ্গলবার এই ড্রয়ে প্রথম পুরস্কার পেয়েছেন মহসিন। মহসিনের সঙ্গে আরও আটজন ১০ হাজার দিরহাম করে পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন। মহসিন বলেন, পুরস্কারের অর্ধেক অর্থ তিনি দেশে অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে পাঠাবেন। বাকি অর্থ দিয়ে তিনি দুবাইয়ে তার দোকানের উন্নয়ন কাজে খরচ করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর