নরসিংদীতে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার, আটক-২

নরসিংদী | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯: রায়পুরায় গণধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টসকর্মী (শিউলী গোলদার বর্ষা)। ১ সেপ্টেম্বর রাতে এ ধর্ষণের ঘটনার খবর পাওয়ার ১ ঘন্টার মধ্যেই ২ ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছে রায়পুরা থানার পুলিশ। রায়পুরা থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাফ্ফর হোসেন জানান, গোপালগঞ্জ জেলার বাসিন্দা এই গামের্ন্টস কর্মী, গাজীপুর বোর্ডবাজার এলাকায় কর্মরত ছিল।
রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ পল্টন গ্রামের জনৈক শিপন (২২) সাথে মোবাইল ফোনে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ফোনে কৌশলে তাকে নরসিংদীর রায়পুরা তালুককান্দি সুর্য্যের মোড় মানিক এর গ্যারেজে এনে ১ সেপ্টেম্বর রাতে ৩ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষকরা তাকে ফেলে চলে গেলে সে রায়পুরা থানায় এসে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ পেয়ে রায়পুরা থানার পুলিশ ধর্ষক শিপন ও শামীমকে আটক করে। অপর আসামী রুবেল পলাতক রয়েছে। আটক ২ জনকে আদলতে প্রেরণ করা হয়েছে।