November 1, 2025, 4:07 am

নরসিংদীতে ১২শত পিস ইয়াবা সহ দুইজন মাদক সম্রাট গ্রেফতার

Reporter Name 183 View
Update : Friday, September 6, 2019

নরসিংদী | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
নরসিংদীতে ১২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক সম্রাটকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার(৫ সেস্টেম্বর) রাতে নরসিংদী শহরের ভেলানগর মেজবান হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা ১২শত পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রূপম সরকার।

তিনি বলেন, গোপন সংবাদের পেয়ে উপ-পরিদর্শক মামুন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ভেলানগর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ১২শত ইয়াবাসহ ২ মাদক স¤্রাটকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা কোতোয়ালী থানার ছাওয়ালপুর এলাকার মৃত. আঃ আজিজ এর ছেলে সৈয়দ আতিকুল ইসলাম নয়ন (৪২), নরসিংদী সদর থানার ঘোড়াদিয়া এলাকার মৃত: ঝন্টু চন্দ্র দাসের ছেলে নিরঞ্জন চন্দ্র দাস (৩৪)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার নরসিংদীর দ্রুত আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর