রাজধানীর মোহাম্মদপুরে ২২ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯:
রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাং নিশ্চিহ্নের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২২ কিশোরকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্র জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড্ডা দেয়ার সময় ২২ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বয়স ১৮ এর কম।
মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, সন্দেহভাজন হিসেবে ২২ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আছে কি না, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর