October 31, 2025, 8:59 pm

পদ্মায় ভাসছে অজ্ঞাত মরদেহ

Reporter Name 156 View
Update : Saturday, September 14, 2019

নিউজ ডেস্ক | শনিবার ১৪ সেপ্টেম্বর ২০১৯:
রাজশাহীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নগরের আলুপট্টি এলাকায় শুক্রবার পদ্মা মন্দিরের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশের ধারণা মরদেহটি অন্য কোথাও থেকে নদীতে ভেসে এসেছে। হত্যার পর নিহত ওই ব্যক্তির মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হতে পারে। পরে মরদেটি উদ্ধারের ব্যবস্থা করে বোয়ালিয়া থানা পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, শুক্রবার নিহত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের ব্যবস্থা করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর