‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান সোমবার

বিনোদন ডেস্ক | রবিবার,২০ অক্টোবর ২০১৯ :
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠান। আগামীকাল সোমবার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির “নবরাত্রি” মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হবে।
যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।
পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল-এই তিনটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত দুই বাংলার মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলো মধ্যে থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর